kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২৪ এপ্রিল, ২০২১ ০১:২৫ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করেছে। 

শুক্রবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া জেলেঘাট সীমান্ত পয়েন্টে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর তিন ব্যক্তিকে নাফনদী অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে উঠতে দেখে বিজিবি জওয়ানেরা দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ৩টি পুটলাসহ তিনজনকে আটক করে।

আটক হওয়া পাচারকারীরা হচ্ছেন- শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মতলবের ছেলে মো. ইসহাক (৩৫), দক্ষিণ পাড়ার মো. সিরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (২০) এবং মৃত শরীফের ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক (২০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।সাতদিনের সেরা