kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ফোনে ওবায়দুল কাদেরসহ আ.লীগের ৩ নেতাকে হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০২১ ১৬:১৫ | পড়া যাবে ২ মিনিটেফোনে ওবায়দুল কাদেরসহ আ.লীগের ৩ নেতাকে হত্যার হুমকি

মোবাইল ফোনে কল করে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিন নেতাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্ত। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের মোবাইলে কল করে এই হুমকি দেয় অপরিচত এক ব্যক্তি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সেতুমন্ত্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম।

এ এইচ এম খায়রুল আনম সেলিম হুমকির সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে, আমাকে এবং নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ, আমরা নাকি নোয়াখালী ডিসি, এসপিকে বাঁচানোর চেষ্টা করছি।

এরপর কে বলছেন জানতে চাইলে আবারো একই কথা বলেন অপরিচিত ওই ব্যক্তি। আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়। এ বিষয়ে তিনি নোয়াখালী পুলিশ সুপারকে অবহিত করেছেন বলে জানান।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।সাতদিনের সেরা