kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০২১ ০৫:২১ | পড়া যাবে ১ মিনিটেকাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কাদের মির্জার রাজাপুরের বাড়িতে এ গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পৈতৃক বাড়ি। 

কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এ সময় আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বাড়িতে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকায় এ ধরনের গুলির শব্দ শোনা গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এর আগে গত শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে কাদের মির্জার বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।সাতদিনের সেরা