kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বেতাগীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০২১ ০১:৪৯ | পড়া যাবে ১ মিনিটেবেতাগীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি

বেতাগীতে ডায়রিয়ায় পরিস্থিতির এখনো উন্নতি হযনি। বাড়ছে লাগামহীনভাবে। স্থান ও জনবল সঙ্কটের কারণে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। বেতাগীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সরেজমিনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় একশ ৮৮ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। ভর্তি আছেন ১১৩ জন। এ যাবত গত এক সপ্তাহে ডায়রিয়ায় বিবিচিনি ইউনিয়নের দক্ষিন ফুলতলা গ্রামের আব্দুল আজিজ হাওলাদার (৬০), বুড়ামজুমদারের বলাই বুনিয়া গ্রামের আহম্মেদ হাওলাদার (১০০), হোসনাবাদের শারমিন (১৮), কাইয়াল ঘাটার নূরুল ইসলাম (৭০), বেতাগী পৌর সভার ২নম্বর ওয়র্ডের চন্দ্র ভানু (৬০) ও হোসনাবাদের সীমা বেগমসহ ( ৩৬) ছয়জনের মৃত্যু হয়েছে। 

উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসন সংখ্যার দ্বিগুণের বেশি সংখ্যক ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। তবে ডায়রিয়ায় আক্রান্তের বেশির ভাগ বৃদ্ধ। স্যালাইন পর্যাপ্ত পরিমাণ রয়েছে। সাতদিনের সেরা