kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

লকডাউনে জমজমাট পাইকারি হাট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০২১ ১৯:৫০ | পড়া যাবে ২ মিনিটেলকডাউনে জমজমাট পাইকারি হাট

স্থানীয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সবচেয়ে বড় পাইকারি হাট আনন্দবাজারে আজ হাট বসেছে। করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি ও লকডাউনের ভেতর সকাল থেকে হাটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গতকাল মঙ্গলবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উপজেলার চারটি প্রধান সড়কের অংশ জুড়ে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। চারটি প্রধান সড়ক গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত বন্ধ থাকার কারণে উপজেলার সনমান্দি ইউনিয়নের ২০ গ্রামের ও সোনারগাঁ পৌরসভার ১৬ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাতে হয়। সড়কগুলো বন্ধ করে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে আজ বুধবার সকালে প্রশাসন রাস্তা থেকে বাঁশ সরিয়ে নেয়।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার সবচেয়ে বড় পাইকারি হাট আনন্দবাজার হাটে অবস্থান করে এ প্রতিনিধি দেখতে পান হাটে মানুষের উপচে পড়া ভিড়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাউকে দেখা যায়নি।

এ ব্যাপারে হাটের ইজারাদার আব্দুল বাসেত জানান, স্বাস্থ্য বিধি মেনে আমরা হাট জমিয়েছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আজ হাট বসানো হয়েছে। আগামী সপ্তাহে যাতে হাট বসাতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাতদিনের সেরা