kalerkantho

মঙ্গলবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

করোনায় লাকসামের ফয়জুন্নেছা কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০২১ ০১:২৩ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় লাকসামের ফয়জুন্নেছা কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যু

কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক (২৪তম বিসিএস) মো. মাসুদ আলম (৪৩) আর নেই। মহামারি করোনার সঙ্গে দীর্ঘ ১০ দিন যুদ্ধ করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

ওই কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তাঁর সহকর্মী মো. ইয়াসিন আরাফাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কলেজ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কলেজ সূত্রে আরো জানা গেছে, মো. মাসুদ আলম দীর্ঘদিন থেকে এই কলেজে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুরে। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে লাকসামে থাকতেন।

মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।সাতদিনের সেরা