kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, হেফাজতকর্মী আটক

চাঁদপুর প্রতিনিধি    

২০ এপ্রিল, ২০২১ ০৪:৫৫ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, হেফাজতকর্মী আটক

চাঁদপুরে খান জাকারিয়া নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট দিয়েছিলেন হেফাজতে ইসলামের এক কর্মী। 

এমন অভিযোগে গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একটি মাদরাসা থেকে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) জাকারিয়া খান (২২) আটক করে। 

পুলিশ পরিদর্শক সানজিদ আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকারিয়া খানকে আটক করে। 

তিনি আরো জানান, খোঁজ নিয়ে ডিবি পুলিশ জেনেছে জাকারিয়া খান হেফাজতে ইসলামের একজন সক্রিয় কর্মী। চাঁদপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে তার বাসা।

এদিকে, সোমবার রাতেই চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট বিষয়ক অভিযোগ আনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খান জাকারিয়া নামে এই যুবক প্রধানমন্ত্রীকে খুব স্পর্শকাতর একটি ভিডিও পোস্ট দেয়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও এর পরপর পোস্টটি মুছে দেন এই হেফাজতে ইসলামের কর্মী। সাতদিনের সেরা