kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

আহত ‘মিনি’-কে নিয়ে থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০২১ ১৯:১৩ | পড়া যাবে ২ মিনিটেআহত ‘মিনি’-কে নিয়ে থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

মুখে গুরুতর আহত অবস্থায় মিনিকে কোলে নিয়ে থানায় এলেন হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের শিক্ষার্থী রোমানা খাতুন। হাতে চিকিৎসাপত্র। দেখে মনে হলো একদিকে যেমন রেগে আছেন, অপরদিকে আদরের মিনি গুরুতর আহত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। 

রোমানা বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর কাগজীপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এ এস এম মুসার মেয়ে। মিনি রোমানা খাতুনের আদরের পোষা বিড়াল। মাসুম (১৪) নামে প্রতিবেশী এক ছেলে রোমানা খাতুনের পোষা বিড়ালটিকে ঢিল ছুড়ে গুরুতর আহত করে। এ ঘটনায় রোমানা খাতুন রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোমানা খাতুন জানান, মিনি তার একমাত্র আদরের পোষা বিড়াল। ছোট থেকেই বিড়ালটিকে আদর-যত্নে বড় করেছেন। ভালোবেসে নাম দিয়েছেন মিনি। বর্তমানে মিনির তিনটি বাচ্চা রয়েছে। আদরের মিনির মুখ থেকে রক্ত ঝরতে দেখে তিনি ঠিকমতো পড়ালেখা করতে পারছেন না। পাশাপাশি পশুর ওপর নির্যাতনও মেনে নিতে পারছেন না। তাই ভবিষ্যতে যেন কোনো পশুর ওপর নির্যাতন করা না হয় সে জন্য থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্ত মাসুমের মা জানান, তার শিশুপুত্র না বুঝে একটা ভুল করেই বসেছে। তাই বলে থানায় অভিযোগ করতে হবে। প্রতিহিংসা বসত হয়রানি করতেই থানায় অভিযোগ করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা