kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, আহত তিন

ফরিদপুর প্রতিনিধি    

১৯ এপ্রিল, ২০২১ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, আহত তিন

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড় এলাকায় থ্রি-হুইলার (মাহেন্দ্র) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহত একজনের নাম  কামরুল ইসলাম হলেও অপরজনের নাম জানা যায়নি। আহতরা হলেন- মেহেদী সালেহীন, নাইম ও সবুজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, আজ সোমবার সকালে ফরিদপুরগামী একটি পিকআপের সঙ্গে ভাঙ্গাগামী থ্রি-হুইলারের (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাতদিনের সেরা