kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

মদনে লড়ির চাপায় রিকশাচালক নিহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০২১ ১৯:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমদনে লড়ির চাপায় রিকশাচালক নিহত

নেত্রকোনার মদনে লড়ি গাড়ির চাপায় নিজাম উদ্দীন (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (১৮ এপ্রিল) বিকালে মদনের খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী বাড্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন মদন উপজেলার গোবিন্দ্রশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সন্ধ্যায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের ছেলে মাজলু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দীন তার রিকশা নিয়ে গোবিন্দশ্রী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। মদন খালিয়াজুরি সড়কের বাড্ডা মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে একটি লড়ি গাড়ি তাকে চাপা দেয়। নিজাম উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু হয়। 

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, লড়ির চাপায় একজন নিহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।সাতদিনের সেরা