kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি!

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০২১ ১৭:৪০ | পড়া যাবে ২ মিনিটেধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি!

লক্ষ্মীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রবিবার দুপুরে মামলার বাদী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণের ঘটনায় কারাবন্দি বাদশা মিয়ার ছেলে কামাল হোসেন ও আমিন হোসেনে বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৩ আগস্ট বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের বৃদ্ধ বাদশা মিয়া ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পরই বাদশাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর বাবার দায়ের করা মামলা বাদশাকে আদালত কারাগারে পাঠায়। বাদশা বর্তমানে কারাগারে রয়েছে।

এদিকে ধর্ষণের মামলাটি তুলে নিতে বাদশার ছেলে কামাল ও আমিন শিশুর পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। মামলা তুলে না নিলে বাদীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে থানায় অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির বাবা বলেন, মামলা তুলে নিতে আসামির ছেলেরা আমাকে হুমকি দিচ্ছে। আমাকে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। এজন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অভিযোগটি পেয়েছি। ভূক্তভোগী পরিবারের নিরাপত্তা ও তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা