kalerkantho

বৃহস্পতিবার । ২৩ বৈশাখ ১৪২৮। ৬ মে ২০২১। ২৩ রমজান ১৪৪২

চাঁদপুরে ট্রাকভর্তি জাটকা!

চাঁদপুর প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০২১ ১৬:৫৪ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে ট্রাকভর্তি জাটকা!

চাঁদপুরে আবারো জাটকার বড় চালান আটক করেছে পুলিশ। এবার পিকআপ ভ্যান কিংবা নৌপথে নয়, ট্রাকে এই জাটকার চালান নিয়ে যাওয়া হচ্ছিল রাজধানী ঢাকায়। শনিবার ভোর রাতে চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকা থেকে ট্রাকভর্তি এই জাটকার চালান আটক করে সদর মডেল থানা পুলিশ। 

থানার ওসি আব্দুর রশিদ জানান, এসময় জাটকা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তারা হচ্ছেন, হরিণাঘাটের ইউসুফ হাওলাদার (২৫), একই এলাকার মনু মিয়া (২৩) এবং কুমিল্লার দাউদকান্দির শাহজাহান মিয়া (৪৭)। প্রায় দেড়হাজার কেজি জাটকা আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

দুপুরে চাঁদপুর আদালত চত্বরে কয়েকজন বিচারিক হাকিমের উপস্থিতিতে এসব জাটকা দুস্থ অসহায় মানুষ ও কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে, দুপুরে আদালত চত্বরে জাটকাগুলো যখন বিতরণ করা হচ্ছিল তখন স্বাস্থ্যবিধি না মেনেই বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করেন।

গত এক মার্চ থেকে এই নিয়ে নদী ও স্থলভাগে অভিযান চালিয়ে ৩৫ মেট্রিক টন জাটকা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।সাতদিনের সেরা