kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

কর্ণফুলীতে লকডাউনে ঘোরাঘুরি করায় পথচারীদের জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৬ এপ্রিল, ২০২১ ২০:৫১ | পড়া যাবে ১ মিনিটেকর্ণফুলীতে লকডাউনে ঘোরাঘুরি করায় পথচারীদের জরিমানা

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারো ফিরেছেন মাঠে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার শিকলাবাহায় লকডাউনে যানবাহনে ঘোরাঘুরি করা, স্বাস্থ্যবিধি না মেনে ও মুখে মাস্ক না থাকায় পথচারীদের ১০ মামলা ২ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি নিয়ে বেড়িয়েছেন অনেকে। স্বাস্থ্যবিধি তো নেই, মুখে নাই কারো মাস্কও। এ সময়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১০ মামলায় ২ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সচেতন বাড়াতে আমাদের এ অভিযান।

১ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে শাহিনা সুলতানা করোনা পরীক্ষা করান। রাতে তার পাওয়া প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। সুস্থ হয়ে তিনি ফিরেছেন কর্মস্থলে।সাতদিনের সেরা