kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৬ এপ্রিল, ২০২১ ২০:৩৯ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ায় শুক্রবার সকালে বন্ধুদের নিয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. মাঈনুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাঈনুদ্দিন ফুলবাড়িয়ার মো. আল-আমীন মিয়ার ছেলে।

জানা গেছে, বাসার ছাদে উঠে ঘুড়ি উড়ানোর সময় এটি গাছের ডালে আটকে গেলে সেটি আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয় মাঈনুদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা মাঈনুদ্দিনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হক জানান, বিদ্যুৎস্পর্শে শিশুটির হাত-পা পুড়ে যায়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

সদর থানার ওসি জানান, ঘটনাটি তারা জেনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।সাতদিনের সেরা