kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

কাদের মির্জা-বাদল গ্রুপের মধ্য আবারও সংঘর্ষ, আহত ২০

অনলাইন ডেস্ক   

১৫ এপ্রিল, ২০২১ ২১:১০ | পড়া যাবে ১ মিনিটেকাদের মির্জা-বাদল গ্রুপের মধ্য আবারও সংঘর্ষ, আহত ২০

নোয়াখালীর বসুরহাটে পৌর মেয়র কাদের মির্জার গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাদের মির্জার ছেলেসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের গ্রুপের ২৫-৩০ জন সমর্থক মির্জা কাদের বিরোধী মিছিল বের করে। এতে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেয়ে তারা উপজেলা গেইটে অবস্থান নেয়।

এ ঘটনার প্রেক্ষিতে মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। তাদের মিছিলটি থানার সামনে পৌঁছালে উভইয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়তে থাকে। 

এতে কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, ভাগ্নে মিরাজ, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিনসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাতদিনের সেরা