kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৫ এপ্রিল, ২০২১ ১৯:০২ | পড়া যাবে ১ মিনিটেশাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হালিয়াঘাট নামক স্থানে ট্যাংকলরী ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছ।

নিহতরা হলেন- আলতাফ হোসেন ও আবু সামা। তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা গ্রামে। আহত হয়েছেন আটোরিকশা চালক নাসির হোসেন। তার বাড়ি নাটরের বড়াইগ্রামে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়াগামী যাত্রীবাহী সিএনজিটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সাতদিনের সেরা