kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

কাঁধের ব্যাগ ফেলে চম্পট, ভেতরে মিলল ১২ কোটি টাকার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    

১৫ এপ্রিল, ২০২১ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটেকাঁধের ব্যাগ ফেলে চম্পট, ভেতরে মিলল ১২ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি। গতকাল ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। 

টেকনাফের ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টিম লেদা খাল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তিকে চারটি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির টহল দল তাদের থামতে সংকেত দেয়। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা ব্যাগগুলো ফেলে দ্রুত পালিয়ে যান। বিজিবি ব্যাগগুলো তল্লাশি করে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করে। 

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। এসব ইয়াবা আপাতত বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।সাতদিনের সেরা