kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

ইবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা   

১৪ এপ্রিল, ২০২১ ১৮:৪৬ | পড়া যাবে ১ মিনিটেইবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

ইসলামী  বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বুধবার এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি দেশ একজন গুণী, মেধাবী ও মহৎ হৃদয়ের মানুষকে হারাল এবং বাঙালি জাতির প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় এমন ক্ষতি হলো, যা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অধ্যাপক শামসুজ্জামান খান বুধবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ২০১৮ সালের ৮ অক্টোবর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে যোগদান করেন।সাতদিনের সেরা