kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৩ এপ্রিল, ২০২১ ১৫:৫৩ | পড়া যাবে ১ মিনিটেট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ থানার বালুকোল এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মো. সুজন আলী শেখ (২৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত সুজন আলী শেখ কামারখন্দ থানার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের মো. ইনসাব আলী শেখের ছেলে। সোমবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই মো. মোন্নাফ আলী শেখ জানান, সুজন অটোভ্যান নিয়ে মহাসড়কের এলাকায় পৌঁছলে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, অটোভ্যান নিয়ে চালক মহাসড়কে উঠলে রাতে দ্রুতগতির কোনো একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি দেখতে পায়। পরে মৃতদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। 

তিনি আরো জানান, ট্রাকটি সুজনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ট্রাকের কোনো সন্ধান পাওয়া যায়নি।সাতদিনের সেরা