kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি   

১২ এপ্রিল, ২০২১ ০১:৫৭ | পড়া যাবে ১ মিনিটেরাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি

বাগেরহাটের মোল্লাহাটে অসুস্থ অবস্থায় রাস্তার পাশ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার দারিয়ালা গ্রামে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরে দৈনিক কালের কণ্ঠের মোল্লাহাট প্রতিনিধি শেখ শাহিনুর ইসলাম শাহিনের নেতৃত্বে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক বলছে সংজ্ঞাহীন এই নারীকে অক্সিজেন স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জানা গেছে, অজ্ঞাত পরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এই নারী শনিবার রাস্তার পাশে পড়েছিল ওই অবস্থা দেখে প্রতিবেশী এক নারী তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা দেয়। কিন্তু তাতে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আবার তাকে রাস্তার পাশে রেখে যায়। এলাকাবাসীর কাছে এই নারী অপরিচিত এই এলাকায় আগে তাঁকে দেখা যায়নি।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন জানান, অসুস্থ নারীর অবস্থা সংকটাপূর্ণ। তিনি বেশ কয়েক দিন ধরে কিছু খাননি। তাঁকে সুস্থ করার জন্য অক্সিজেন স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।সাতদিনের সেরা