kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

ডোবায় ভাসছিল কিছু, কৌতূহলী মামা গিয়ে দেখলেন তার ভাগ্নে!

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২১ ২০:১১ | পড়া যাবে ১ মিনিটেডোবায় ভাসছিল কিছু, কৌতূহলী মামা গিয়ে দেখলেন তার ভাগ্নে!

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডোবার পানিতে পড়ে আবু রায়হান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার উথুরী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বখুরা গ্রামের মানিক মিয়ার ছেলে আবু রায়হান আড়াই বছর যাবত মায়ের সাথে নানাবাড়িতে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরী গ্রামের নূরুল ইসলামের মেয়ে রনি আক্তারের স্বামী মানিক মিয়া দ্বিতীয় বিয়ে করায় প্রায় আড়াই বছর যাবত দুই শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। শনিবার দুপুরে ছোট শিশু আবু রায়হান বাড়ির উঠানে খেলা করার সময় নিখোঁজ হয়। দুপুর সোয়া ১টার দিকে শিশুটির মামা বিল্লাল হোসেন ওই ডোবা থেকে বালতি দিয়ে পানি আনতে গিয়ে কিছু একটা ভেসে থাকতে দেখেন। কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখেন শিশু রায়হান মরে ভেসে আছে। পরে চিৎকার দিয়ে মৃত অবস্থায় পানি থেকে তোলেন।

স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান খোকা বলেন, দুঃখজনক ঘটনা। শিশুটি বাড়ির উঠানে বসে খেলা করছিল। কখন যে ডোবার পানিতে গিয়ে পড়ল কেউ জানে না।সাতদিনের সেরা