kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

ফরিদপুরে করোনা রোগী বহনে স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১০ এপ্রিল, ২০২১ ১৪:৪২ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে করোনা রোগী বহনে স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা রোগী বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলড়্গে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবীন, এমরান হোসেন রিমন, গোলাম মোস্তফা খোকন, এটিএম জামিল তুহিন প্রমুখ। 

প্রধান অতিথি শওকত আলী জাহিদ বলেন, করোনা রোগী সহজ ও নিরাপদ বহনে এ পাঁচটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা জেলার নয়টি উপজেলায় বিনামূল্যে সার্ভিস দেবে।

ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে যোগাযোগ- 
শওকত আলী জাহিদ- ০১৭১২০৮০৭৬৬, ফয়সাল আহমেদ রবীন- ০১৭৩৩৯৫৫৫৫০, গোলাম মোস্তফা খান ০১৭১২৬৬৮২৩৪, এটিএম জামিল তুহিন- ০১৭১৬৭৮৭৯৭৯, মৃধা তারেকুল ইসলাম তারেক-০১৭১৮৩৭৮৯৫০, রফিকুল আজম খান রুবেল- ০১৭৩০৯৭২৩০২ এবং সাগর রায়- ০১৭২২৩৩২১১৮। । সাতদিনের সেরা