kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বিদ্যুতের তার ছিঁড়ে শিশুর মাথায়...

সাতক্ষীরা প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২১ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুতের তার ছিঁড়ে শিশুর মাথায়...

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে শরীরে পড়ে আব্দুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার গফুর গাজীর ছেলে।

গফুর গাজী জানান, তাদের বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন গেছে। সকালে রহমান বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় হঠাৎ মেইন লাইনের তার ছিঁড়ে তার মাথায় পড়ে। এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা