kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

ডোবায় বৃষ্টির পানি, তাতেই মৃত্যু!

নকলা (শেরপুর) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২১ ১৬:০৬ | পড়া যাবে ১ মিনিটেডোবায় বৃষ্টির পানি, তাতেই মৃত্যু!

শেরপুরের নকলা উপজেলায় ডোবার পানিতে ডুবে উম্মে হাবীবা হীয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার নকলা ইউনিয়নের (ডাকাতিয়া কান্দা) এলাকায় এঘটনা ঘটে। নকলা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হীয়া অটোরিকশাচালক হেলাল উদ্দিনের মেয়ে। বসতঘরের ১০ গজ দূরে ডোবায় বৃষ্টির জমা পানিতে ডুবে তার মৃত্যু হয়। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সবার বাড়ির আঙিনায় বৃষ্টিতে জমা পানিতে পড়ে সে নিহত হয়। নিহতের বাবা- মা জানান, সকালে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের অন্যন্যারা সম্ভাব্য জায়গায় খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবাতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সাতদিনের সেরা