kalerkantho

শুক্রবার । ১০ বৈশাখ ১৪২৮। ২৩ এপ্রিল ২০২১। ১০ রমজান ১৪৪২

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর প্রাণহানি

নীলফামারী প্রতিনিধি   

৮ এপ্রিল, ২০২১ ১৯:৫৩ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর প্রাণহানি

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সদরের গোড়গ্রাম ও কচুকাটা ইউনিয়নে ওই ঘটনা দুটি ঘটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের গোড়গ্রার ইউনিয়নের নীলফামারী-নীলসাগর সড়কে ভবানীগঞ্জ হাটের অদুরে ইজিবাইকের ধাক্কায় নিহত হয় শিশু হাবিবা আক্তার (১০)। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলার মরিয়ম বাজার গ্রামের হবিবর রহমানের মেয়ে। বাবাসহ ওই শিশু আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল ভবানীগঞ্জ গ্রামে। এ ঘটনায় ইজিবাইক ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

অপর ঘটনাটি ঘটে নীলফামারী-জলঢাকা সড়কে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের জোর জুম্মা গ্রামে গত বুধবার রাত রাত নয়টার দিকে ঘটে। সেখানে ট্রাক্টরের টলির চাপায় শিশু লামিয়া আক্তার (৬) নিহত হয়। নিহত লামিয়া আক্তার জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের লুৎফর রহমানের মেয়ে। ওই শিশু তার মাসহ কচুকাটা ইউনিয়নের জোর জুম্মা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। এসময় রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরটি শিশুটিকে চাপ দেয়। এলাকাবাসী ধাওয়া করে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা