kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

নোয়াখালীতে লকডাউনবিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৫ এপ্রিল, ২০২১ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে লকডাউনবিরোধী বিক্ষোভ

নোয়াখালীর চৌমুহনীতে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল করেছের ব্যবসায়ীরা। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার প্রধান ব্যাণিজিক কেন্দ্র চৌমুহনী বাজারের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সাধারণ কাপড় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এ বিক্ষোভ মিছিল থেকে সরকারের সিন্ধান্তের প্রতিবাদ জানান।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসা করতে চান। বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিলের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে আমি বিক্ষোভকারীদের পাইনি। শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ মিছিল করেছে। 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলাচল ও কাজে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় শুধু জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে। গতকাল রবিবার সরকারের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা