kalerkantho

শুক্রবার । ১০ বৈশাখ ১৪২৮। ২৩ এপ্রিল ২০২১। ১০ রমজান ১৪৪২

কালীগঞ্জে লকডাউনবিরোধী মিছিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২১ ১৮:২০ | পড়া যাবে ২ মিনিটেকালীগঞ্জে লকডাউনবিরোধী মিছিল

ঝিনাইদহে কালীগঞ্জে লকডাউনবিরোধী ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। লকডাউনের প্রথম দিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় প্রায় দেড়ঘণ্টা সড়কের ওপর বসে অবরোধ করেন ব্যবসায়ীরা।

পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতারা আলোচনা করে দুপুর ২টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর সড়ক অবরোধ শেষে অবিলম্বে লকডাউন প্রত্যহারের দাবিতে ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলে লকডাউন প্রত্যাহারের দাবিতে ‘অবৈধ লকডাউন মানি না’সহ বিভিন্ন শ্লোগান দেন ব্যবসায়ীরা। এ সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক ইনদাদুল হক ইনতা, আব্দুল হান্নান, জহুরুল হক বিপ্লব, আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সারা বছর তেমন বেচা-কেনা থাকে না ব্যবসায়ীদের। ঈদেই একটু ভালো বেচা-কেনা হয়। এর আগের ঈদেও ব্যবসায়ীরা লকডাউনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে চান। অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, কিছুক্ষণ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে। এরপর তারা তাদের অবরোধ প্রত্যাহার করেছে।

মন্তব্যসাতদিনের সেরা