kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২১ ১৫:৪৯ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়। রবিবার তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও গত বছর তিনি করোনা পজিটিভ হয়েছিলেন।

রবিবার (৪ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, দুর্ভাগ্যজনকভাবে আমি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।’

জানা গেছে, গত ২৫ মার্চ তিনি কাজীপুর উপজেলার দলীয় কার্যালয়ে বর্ধিতসভায় উপস্থিত ছিলেন। এরপর ২৬ মার্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। পরে ঢাকায় চলে যান। গত ২ এপ্রিল শুক্রবার পিতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৭৩তম জন্মদিন পালনের উদ্দেশ্যে তিনি কাজীপুরে আসেন। পরে উপজেলার মাইজবাড়ি, চালিতাডাঙ্গা, সোনামুখী, গান্ধাইল ইউনিয়নে, কাজিপুর পৌরসভায় এবং পরদিন চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে বিধবাদের মাঝে তিনি শাড়ি বিতরণ করেন। সিরাজগঞ্জ-কাজীপুর ভায়া ধুনট-শেরপুর মহাসড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। সবগুলো অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা