kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

ঝড়ো হাওয়ায় আগুন: তিন ছাগলের মৃত্যু, দুই গরু দগ্ধ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২১ ০৪:৫৬ | পড়া যাবে ১ মিনিটেঝড়ো হাওয়ায় আগুন: তিন ছাগলের মৃত্যু, দুই গরু দগ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় একটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৩টি ছাগলের মৃত্যু ও ২টি গরু দগ্ধ হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) বিকালে আন্দুলবাড়ীয়া গ্রামের দরগাপাড়ার গদা ফকিরের ছেলে বুড়ো'র বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় বুড়ো মিয়ার বাড়ির নিকট একটি ছাইয়ের গাদা থেকে আগুনের ফুলকি প্রচণ্ড বাতাসে পাশের খড়ের গাদায় লেগে আগুন ধরে যায়।

এসময় ঝড়ের গতিবেগ বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর রূপধারণ করে। আগুনে বুড়ো মিয়ার একটি গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে গিয়ে গবাদিপশু দগ্ধ হয়।

এছাড়াও পার্শ্ববর্তী মাঠে আগুন ছড়িয়ে পড়ে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রতিকূল আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে পারেনি। স্থানীয়দের জোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্যসাতদিনের সেরা