kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন এমপি জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২১ ০২:২০ | পড়া যাবে ১ মিনিটেটিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন এমপি জয়

টিকা নেওয়ার পরও দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মিন্টু রবিবার (৪ এপ্রিল) রাতে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিন এমপি তানভীর শাকিল জয় তার নির্বাচনী এলাকা কাজিপুরের বিভিন্ন  এলাকায় কর্মসূচি শেষ করে শনিবার ঢাকা আসেন। এরপর রবিবার তিনি ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা দেন।   সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ বলে শনাক্ত হয়। 

এর আগেও একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়। তিনি গত এক মাস আগে করোনার ভ্যাকসিন নিয়েছেন বলেও জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা