kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

৩ এপ্রিল, ২০২১ ১৬:৪৬ | পড়া যাবে ১ মিনিটেমায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৪ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে পৌর শহরের পাবলিক ক্লাবের সামনে বিআরটিসি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ি নলদিঘী গ্রামের জবাইদুর রহমানের ছেলে নয়ন ও স্ত্রী জামেলা বেগম।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম ডন জানান, আটক মা ও ছেলে ভ্যানিটি ও শপিং ব্যাগে করে ফেনসিডিল নিয়ে রংপুরে যাওয়ার জন্য পীরগঞ্জ শহরের বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করছিল। এ সময় তাদেরকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।সাতদিনের সেরা