দিনাজপুরের বীরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে ফারজানা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফারজানা বেগম ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।
ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না নিহত গৃহবধূর স্বামীর বরাত দিয়ে জানান, সকালে স্বামী-সন্তানদের নিয়ে গৃহবধূ ফারজানা বেগম ভাত খেতে বসেন। ভাত খাওয়ার সময় তার গলায় মাছের কাঁটা আটকে যায়। এ সময় গৃহবধূ জানান, তার গলায় মাছের কাঁটা লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেলাল হোসেন তাৎক্ষণিক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি গৃহবধূ ফারজানা বেগমকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য