kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

গলায় মাছের কাঁটা আটকে গৃহবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২১ ১৯:১৭ | পড়া যাবে ১ মিনিটেগলায় মাছের কাঁটা আটকে গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে ফারজানা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফারজানা বেগম ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।

ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না নিহত গৃহবধূর স্বামীর বরাত দিয়ে জানান, সকালে স্বামী-সন্তানদের নিয়ে গৃহবধূ ফারজানা বেগম ভাত খেতে বসেন। ভাত খাওয়ার সময় তার গলায় মাছের কাঁটা আটকে যায়। এ সময় গৃহবধূ জানান, তার গলায় মাছের কাঁটা লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেলাল হোসেন তাৎক্ষণিক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি গৃহবধূ ফারজানা বেগমকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা