kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

বগুড়ায় বাসের তলে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া    

৩১ মার্চ, ২০২১ ১৩:১৭ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় বাসের তলে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় বাসচাপায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে শহরের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর।

বগুড়া সদর থানার এসআই শরিফুল জানান, আজ সকাল সোয়া ৬টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার কারণে নিহতের মাথা এবং মুখ বিকৃতি হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে চিনতে পারেননি। এছাড়া নিহতের পরনে সাদা চেক শার্ট, কফি রংয়ের প্যান্ট এবং পায়ে রানিং কেডস ছিল। 

এসআই শরিফুল বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।সাতদিনের সেরা