হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের করোনা পজিটিভ ফল এসেছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ব্যক্তিগত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ২৮ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা দিয়েছিলেন তিনি। ২৯ মার্চ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয়, তার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। রিপোর্ট পেয়ে রাতেই চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সংসদ সদস্য অ্যাভোকেট আব্দুল মজিদ খান ফেব্রুয়ারি মাসে কভিড-১৯-এর প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছিলেন।
এদিকে সংসদ সদস্যের করোনা পজিটিভ হওয়ায় খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।
মন্তব্য