kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

বগুড়ায় একদিনে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া    

২৯ মার্চ, ২০২১ ১৪:৫৯ | পড়া যাবে ২ মিনিটেবগুড়ায় একদিনে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

বগুড়ায় একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৮ মার্চ) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এঁরা হলেন জেলার শেরপুর উপজেলার সুমন (৩৭), সিরাজগঞ্জের শাজাহান আলী (৭০), বগুড়া সদরের যথাক্রমে- দেলোয়ার হোসেন (৬০), শাহানুর ইসলাম (৪০) এবং বাবলী (৪৫)।

এছাড়া বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ  সোমবার (২৯ মার্চ) বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডেপুটি সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রবিবার (২৮ মার্চ) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৩টি নমুনায় ৪৯ জনের পজিটিভ আসে। এছাড়া টিএমএসএস এ ৬টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

গত ২৪ ঘন্টায় ২৯৯ নমুনার ফলে সদরে ৪৭ জন এবং দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও শিবগঞ্জে একজন করে নতুন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

আজ সোমবার (২৯ মার্চ) সকালে সর্বশেষ ফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১০৩২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮১৮ জন। মৃত্যু ২৬০ জন। আর চিকিৎসাধীন রয়েছে ২৫০ জন। সাতদিনের সেরা