kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

হিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি    

২৯ মার্চ, ২০২১ ১৪:০৭ | পড়া যাবে ১ মিনিটেহিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব ও মুসলমানদের পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টেস অ্যাসোসিয়েশন  সভাপতি আব্দুল আজিজ বলেন, আজ সোমবার (২৯ মার্চ) হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব ও আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) মুসলমানদের পবিত্র শবেবরাতের ছুটি থাকায় এই স্থলবন্দর আমদানি রপ্তানি দুই দিন বন্ধ থাকবে। আগামী ৩১ মার্চ থেকে আবারো আমদানি-রপ্তানি চলবে।

পানামা হিলি পোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশীত কুমার শ্যানাল জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সাতদিনের সেরা