kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

বরিশালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

বরিশাল অফিস   

২৯ মার্চ, ২০২১ ১০:১২ | পড়া যাবে ২ মিনিটেবরিশালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর সদররোডস্থ লুকাস বিল্ডিং এর শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে রবিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

বক্তব্য রাখেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম চুন্নু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি পুলক চ্যাটার্জি, বর্তমান সহ-সভাপতি বিধান সরকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বর্তমান সভাপতি নজরুল বিশ্বাস প্রমুখ। 

উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, সাংবাদিক জসীম উদ্দিন, কামরুল আহসান, অপূর্ব অপু, ফিরোজ মোস্তফা, পারভেজ রাসেল, মর্জিনা বেগম, প্রদীপ উকিল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মুশফিক সৌরভ, আবুল বাশার, অলিউল ইসলাম, এন আমিন রাসেল প্রমুখ। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী ও তার ব্যক্তিত্ব নিয়ে বিষদ আলোচনা করা হয়। 

আলোচনা সভা শেষে বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টু্ঙ্গপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জুলি নিবেদন করে বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে তারা কবর জিয়ারত করেন।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, সহ-সভাপতি বিধান সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল বিশ্বাস, কামরুল আহসান প্রমুখ।সাতদিনের সেরা