kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বেনাপোলে আ. লীগের বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি   

২৮ মার্চ, ২০২১ ২৩:৫৩ | পড়া যাবে ২ মিনিটেদেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বেনাপোলে আ. লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযাগী সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। 

রবিবার (২৮ মার্চ) বিকাল ৫টার দিকে বেনাপোলের পদ্মা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল হাইস্কুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বাস্তহারা লীগ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ারদার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা