kalerkantho

সোমবার । ২৯ চৈত্র ১৪২৭। ১২ এপ্রিল ২০২১। ২৮ শাবান ১৪৪২

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২১ ২০:৩৮ | পড়া যাবে ১ মিনিটেবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামের উলিপুরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহমুদুল হাসান জাহিদ (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি রংপুর তারাগঞ্জের খারুগঞ্জ এলাকার আজমল হকের পুত্র। আজ শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির।

ওসি জানান, শনিবার দুপুরে চিলমারী থেকে দেবীগঞ্জগামী একটি বিআরটিসি বাস পাঁচপীর বাজার পৌঁছলে জাহিদকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহিদ উলিপুরে তাবলীগ জামায়াতের এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা