হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকালে সারাদেশে মৌলবাদী জামায়াত-বিএনপিচক্র কর্তৃক ধ্বংসাত্মক তাণ্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ করে সংগঠনটি। উপজেলার জয়পাড়া রতন স্বাধীনতা চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা মামুনুল হককে দোহারে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানী, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, পৌরসভা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন ও হুমায়ুন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য