kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

৭ রঙে রঙিন রংপুর

রংপুর অফিস   

২৫ মার্চ, ২০২১ ১৮:৩১ | পড়া যাবে ১ মিনিটে৭ রঙে রঙিন রংপুর

শিল্পীর তুলির সাত রংয়ের ছোঁয়ায় অপরুপ হয়ে উঠেছে রংপুর নগরীর প্রধান সড়ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরীর সুরভি উদ্যান, বঙ্গবন্ধু চত্ত্বর, টাউনহল চত্ত্বর ও স্টেডিয়াম সড়কে আঁকা আল্পনা পথচারীদের মন কেড়েছে। গতকাল বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ আল্পনা আঁকেন প্রায় ১০০ জন শিল্পী। 

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’-এর ব্যবস্থাপনায় ‘রঙে রঙিন রংপুর’ শিরোনামের এই উৎসবে শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। রংপুর চারুকলা একাডেমির ৩৫ জন এবং উই ফর দেম-এর ৬৫ স্বেচ্ছাসেবী আল্পনা আঁকায় অংশ নেন।

চারটি  সড়কের  প্রত্যেক অংশে দৈর্ঘে ১২০ ফুট এবং প্রস্থে ১৫ ফুট করে আল্পনা আঁকা হয়। এতে ব্যবহার করা হয়েছে সাতটি রঙ, প্রধান্য দেওয়া হয়েছে নকশি কাঁথাকে।
  
মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামের সঙ্গে রাজপথের সম্পর্ক রয়েছে উল্লেখ করে ‘উই ফর দেম’-এর পক্ষ থেকে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আল্পনার রঙে রঙিন রংপুর করার উদ্যোগ থেকে এসব করা হয়েছে।সাতদিনের সেরা