kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

নতুন প্রজন্মের প্রতি দেশকে ভালোবাসার আহ্বান বীরাঙ্গনাদের

রংপুর অফিস    

২৫ মার্চ, ২০২১ ০৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেনতুন প্রজন্মের প্রতি দেশকে ভালোবাসার আহ্বান বীরাঙ্গনাদের

স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে রংপুরের দুই বীরাঙ্গণাকে সম্মাননা দিয়েছে স্থানীয় সিটি প্রেসক্লাব। গতকাল বুধবার (২৪ মার্চ) ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় বীরাঙ্গনা মনছুরা বেগম ও রূপালি রাণী সিংহকে।

এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই দুই বীরাঙ্গণা বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী।

সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক। সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ক্লাব কার্যনির্বাহী সদস্য জুয়েল আহমেদ। এসময় সিটি প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা