kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

কালুখালী‌তে কলাবাগানে মিলল নারীর লাশ

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি   

২৪ মার্চ, ২০২১ ১৮:৪৪ | পড়া যাবে ১ মিনিটেকালুখালী‌তে কলাবাগানে মিলল নারীর লাশ

রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার কালিকাপুর ইউ‌নিয়নের এক‌টি কলাবাগান থে‌কে গলায় ওড়না পেঁচানো নিলা ওর‌ফে ঝর্ণা না‌মে এক নারীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ বুধবার দুপুর পৌ‌নে ১২টার দি‌কে কালুখালী থানা পুলিশ বিষয়‌টি নি‌শ্চিত করে। ঝর্ণা বোয়া‌লিয়া ইউ‌নিয়‌নের চর‌তি‌লোকা গ্রা‌মের হাসানের মে‌য়ে।

কালুখালী থানার এসআই জা‌হিদুল ইসলাম জা‌হিদ জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে এসে এক নারীর গল‌ায় ওড়না পেঁচানো লাশ উদ্ধারের কাজ করছে এবং ঘটনার কারণ উদঘাট‌নের চেষ্টা চল‌ছে বলেও জানান তি‌নি।সাতদিনের সেরা