kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

করোনা মোকাবেলায় সিঙ্গাইর থানা পুলিশের মাস্ক বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ   

২৪ মার্চ, ২০২১ ০২:১৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনা মোকাবেলায় সিঙ্গাইর থানা পুলিশের মাস্ক বিতরণ

কভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সিঙ্গাইর পৌর শহরে জনসচেতনামূলক র‌্যালি ও মাক্স বিতরণ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে থানা পুলিশের উদ্যোগে একটি র‍্যালি ও মাস্ক বিতরণ করা হয়।

এদিন দুপুরে র‌্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় পৌর শহরে ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, পৌর বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি হাজি শহিদুল ইসলাম, থানার উপ-পরিদর্শক (এসআই) এসআই নজরুল ইসলাম, বাহাদুর হোসেন, আব্দুর রহিম, মাহফুজুর রহমান, আব্দুস সোবহান, সহকারী উপ-পরিদর্শক মো. আতিকুর রহমান ও ফরিদ হোসেনসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা