kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ঘরের খাবার খেয়ে ৩০ ঘণ্টা অচেতন পরিবার!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২২ মার্চ, ২০২১ ১৬:১০ | পড়া যাবে ১ মিনিটেঘরের খাবার খেয়ে ৩০ ঘণ্টা অচেতন পরিবার!

ঘরে টিনের বেড়া কেটে চেতনানাশক মেশানো হয় খাবারের সঙ্গে। আর সেই খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অচেতন হয়ে যায়। প্রায় ৩০ ঘণ্টা পর একজনের কিছুটা চেতনা ফিরে এলে দেখতে পান ঘরের ভেতর সব কিছুই তছনছ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চাঁনপুর গ্রামের একটি দিনমজুর পরিবারে এ ঘটনা ঘটে। আজ সোমবারও অনেকেই অচেতন রয়েছে। ধারণা করা হচ্ছে- কিছু পাওয়ার আশায় দুর্বত্তরা এ ধরনের কর্মকাণ্ড করেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের হোসেন আলী (৫৫) নামের একজন দিনমজুরের পরিবারের পাঁচ সদস্য। গত শনিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন তারা। পরদিন কেউ ঘর থেকে বের হয়নি। কিন্তু বিষয়টি প্রতিবেশীরা লক্ষ করেনি। এর মধ্যে ৩০ ঘণ্টা পর আসমা বেগম নামে একজন কিছুটা চেতনা ফিরে পেলে ঘরের দরজা খোলেন। এ সময় প্রতিবেশীদের ঘটনা অবহিত করেন তিনি।

হোসেন আলীর ছেলে সাত্তার জানান, ঘরের ভেতর গিয়ে দেখেন সব কিছুই তছনছ করে রেখে গেছে দুর্বৃত্তরা। হয়তো টাকা-পয়সা বা অন্য জিনিস খোঁজ করছিল। না পেয়ে সব কিছুই তছনছ করেছে।সাতদিনের সেরা