kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

টিকা নিয়েও করোনা আক্রান্ত মেহেরপুরের এসপি

মেহেরপুর প্রতিনিধি   

২০ মার্চ, ২০২১ ১৬:১৪ | পড়া যাবে ১ মিনিটেটিকা নিয়েও করোনা আক্রান্ত মেহেরপুরের এসপি

প্রথম ডোজ টিকা নেওয়ার ১ মাস ৩ দিন পর করোনায় আক্রান্ত হলেন মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী (৫১)। আজ শনিবার দুপুরে মেহেরপুর বক্ষব্যাধী ক্লিনিক (সিডিসি) থেকে প্রাপ্ত জিন এক্সপার্ট মেশিনের রিপোর্টে এ তথ্য জানা গেছে। 

সিডিসি থেকে ২টি ফলাফল পাওয়া যায়। তার মধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, পুলিশ সুপার মহোদয় কভিড ১৯ ভ্যাকসিনের ১ম ডোজ নিয়েছেন। তারপরও তিনি আজ করোনা পজিটিভ হলেন। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে কভিড ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে টিকার ১ম ডোজ গ্রহণ করেছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা