সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লার আজগর আলীর ছেলে সাকিব (১৭), একই মহল্লার আজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শক্তিপুরের আমজাদ আলীর ছেলে সিএনজি অটোরিকশাচালক আশিক (২০)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ মার্চ) ভোর ৩টার দিকে একটি সিএনজিচালিত অটারিকশাযোগে তারা শাহ জিন্দানী (রহ.)-এর ওরস শরীফ উপলক্ষে তাড়াশ উপজেলার নওগাঁ মাজারে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হাইলঘাটি এলাকার গ্যাস পাম্প এলাকায় পৌঁছলে একটি ট্রাক পেছন দিক থেকে এসে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটেরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই যাত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে। ভোরেই নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য