সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্টান্ড এলাকার পেট্টল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মৃত খন্দকার সৈয়দ আলী মেম্বরের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আনোয়ার হোসেন একটি দুগ্ধ শীতলীকরণ কম্পানিতে ম্যানেজারের চাকরি করতেন। তিনি বুধবার সন্ধ্যার দিকে তার কর্মস্থল নলুয়া এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আনোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য