kalerkantho

সোমবার । ২৯ চৈত্র ১৪২৭। ১২ এপ্রিল ২০২১। ২৮ শাবান ১৪৪২

বীর মুক্তিযুদ্ধা ইউনূছ মিয়া আর নেই

ভোলা প্রতিনিধি   

১৭ মার্চ, ২০২১ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবীর মুক্তিযুদ্ধা ইউনূছ মিয়া আর নেই

ভোলার বীর মুক্তিযুদ্ধা মো. ইউনূছ মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে ভোলা থেকে দৌলতখান উপজেলা মুক্তিযুদ্ধা অফিসে ব্যক্তিগত কাজে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাদের সাথে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বুধবার সকাল ১০টায় ভোলা সদরের হাটখোলা জামে মসজিদের সামনে জানাজা শেষে ভোলা কাইমুদ্দিন বেপারি (বড় মসজিদের) কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ইউনূছ মিয়ার মৃত্যুতে ভোলায় বিভিন্নস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ১৯৬১ সালে তিনি বাংলাদেশ সেনাবাহীনিতে যোগদান করেন। ৭১ এ রণাঙ্গনে তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ১৯৭৬ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। সর্বশেষ তিনি ল্যান্স করপোরাল পদে ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা