kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

বঙ্গবন্ধুর জন্মদিনে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    

১৭ মার্চ, ২০২১ ১২:১৭ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর জন্মদিনে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।

আজ বুধবার (১৭ মার্চ) গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করতে হবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণদের এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা